ইচ্ছে
প্রশান্ত সরকার
খুব মানুষ হতে ইচ্ছে করে ;
চেরীবৃত কাননে ঈশ্বরের মোড়কে
ভোগ্যপণ্য হয়ে আছি অনন্তকাল ।
একটু মর্যাদা কামনা হয় ;
শুধু শুদ্ধতার মাপযন্ত্রে
আটকে আছি সন্দেহ আর নাক শিটকানো শরে ।
পাখির মত নীল আকাশে
আলোর স্রোতে ডানা মেলতে ইচ্ছে করে ;
বন্দী আছি মায়া জেলে
আজন্ম জনম্ ভোর বেতনহীন
শ্রমিক হয়ে ।