রোমান ইতিহাসের পাতায় ভালোবাসার দিন -“ভ্যালেন্টাইন”!
কলমে বারিদ বরন গুপ্ত
(মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
ভালোবাসা একটু আলগা কথা।
ভালোবাসা এসেছিল একদিন
ভালোবাসায় নয়! আত্মদানে!
ভালোবাসাহীন সমাজ কথা বলেনা,
কেবল রুক্ষ মেজাজ’ নিয়ে চলে।
অভিশাপের দিনগুলি কিভাবে পার হলো?
হাজার ইতিহাস রূপকথার অন্তরালে!
ভালোবাসা হারিয়েছিলো একদিন!
অনেক অনেক কাল আগে,
তারই অন্বেষণে আজ
ঘুরে এলাম ক্লাডিয়াসের শাসনে।
রোমান ইতিহাসের পাতায় পাতায় কেঁপে উঠলো
‘গোলাপ নয় ! অস্ত্র ধরো!’
ভালোবাসা নয়! সাম্রাজ্য গড়ো!’
ভালবাসা হীন জীবন অচল!
বুঝেছিল একদিন!সাধু ভ্যালেন্টাইন,
রাজ রোষানলে প্রাণ নিলো কেড়ে
দিয়ে গেল ভালোবাসা অকাতরে
হারালো বর্বর দিন,
ফিরে পেলাম ভালোবাসার ভ্যালেন্টাইন।।
Barid Baran Gupta