কবিতা : দুঃখের অনলে পোড়ে সুখ
কলমে বারিদ বরন গুপ্ত
(পূর্ব বর্ধমান,পঃব,ভারত)
সুখ দুঃখের এক অনুপম রসায়নে
গড়েছে পৃথিবী আপনার রূপ
দুঃখের অনলে পোড়ে সুখ!
চলেছে সে আপন খেয়ালে
পেতেছে সংসার বিশ্ব মাঝারে
যুগে যুগে ব্যাধ ছুটে ছুটে মরে
সুখ পাখি যায় উড়ে উড়ে
চেয়ে আছে শূন্য আকাশ !
আছে আলো আছে আঁধার
আলো আঁধারি গোলক ধাঁধা,
মোহময়ী রুপ আবেশিত মন
সোনার হরিণ ওষ্ঠাগত প্রাণ।
তবুও মরে খুঁজে ফিরে ফিরে,
বন বাদাড়ে শুধু ঘুরে ঘুরে
নিঃশ্বাসে বাঁচে তবু চেয়ে থাকে,
কাঁপে অন্তর ধূধূ প্রান্তর!
দেখ চেয়ে, দূর-দূরান্তে
দুঃখের অনলে পোড়ে সুখ,
তবুও বাঁচে– শেষ নিঃশ্বাসে
খেলা চলে চিরকাল, — অনন্তকাল!!
Barid Baran Gupta