জীবনের পথ
💥💥💥💥💥
কলমে বারিদ বরন গুপ্ত
(পূর্ব বর্ধমান পঃব, ভারত)
অনেকটা পার হলাম পথ,
আরো খানিকটা রয়েছে বাকি!
সঙ্গে রয়েছে দীর্ঘশ্বাস
আশা -নিরাশা ভরা এক ইতিহাস।
হয়তো কাড়বে সাহস,
বুদ্ধি – বল আর ভরসা;
জানিনা ভাসবে কি অশ্রুজল!
নাকি সদানন্দ বন্যা অতল।
সামনে হাজারো সমস্যা,
হাঁফছেড়ে মরে যে হৃদয়!
তবুও আছি বেঁচে
উপায় নেই আর ,পিছুহটবার।
জীবনের ঝুঁকি নাও অপার,
জিতলে কর্তৃত্ব তোমার!
আর হারলে উপায় নেই আর,
কাউকে পথ ছেড়ে দাও।
Barid Baran Gupta