ইতিহাস শুধু লিখে চলে
বারিদ বরন গুপ্ত
সাম্রাজ্য গড়ে ভাঙ্গে
ইতিহাস শুধু লিখে চলে আপন খেয়ালে
যেদিকে তাকাই শুধু বোবা ইতিহাস
চোখ মুখ ঢেকে আছে হাজার গল্প কাহিনী!
হয়তো কিছু বলতে চায়
সভ্যতার গোপন কাহিনী
ইট কাঠ পাথর সব লুকিয়েছে
অরন্যের পঞ্চম বাহিনী!
মাঝে মাঝে চিৎকার
থেমে থেমে হারিয়ে যায়
শূন্যে ভেসে বেড়ায়
চামচিকির চিৎকার
আধার গিলে খায় অমাবস্যার রাত্রি!
Barid Baran Gupta