জীবন চলেছে খরস্রোতে
কলমে বারিদ বরন গুপ্ত
জীবন এখন প্রচন্ড বেগে খরস্রোতা,
কোথায় থামবে কেউ জানে না
টেমস থেকে গঙ্গা, লন্ডন থেকে কলকাতা
জীবনের প্রতি বাঁকে, আতঙ্কে কাঁপে
খড়কুটো ভেসে চলে আধমরা জীবন।
পার্থ টাও গেল চলে!
বেশ লড়েছিল, পাড়লো না
হাসতে! পৃথিবীর শেষ হাসিতে
আতঙ্কের খরস্রোত ভাসিয়ে নিয়ে গেল,
কত কথা কত স্মুতি
এই নিয়েই বেঁচে আছি, আতঙ্কে!
ভালো লাগেনা বাঁচতে আর!
আতঙ্কের চোরাস্রোত করেছে গ্রাস
ফিরে আসে হিদয় মোর বারে বারে
সংগ্রামের পথ ছেড়ে,
ডারউইন বলেছিল একদিন বিবর্তনে
শুষে নেয় আতঙ্কের চোরাস্রোত
ধুয়ে মুছে যায় সংগ্রাম !জীবন সংগ্রাম!!
Barid Baran Gupta