আশাহীন পৃথিবী একদিনও বাঁচিনি
বারিদ বরন গুপ্ত
আশাহীন পৃথিবী একদিন ও বাঁচেনি,
বিধ্বস্ত চেহারায় রচিত জীবন কাহিনী!
সৃষ্টির ইতিহাসে মেতেছিল পৃথিবী
গড়েছে ভেঙেছে শত শত হরপ্পা মেসোপটেমিয়া সভ্যতা !
তবুও থামেনি সৃষ্টি অনাবিল বৃষ্টি
যতদূর দেখা যায় দৃষ্টি
নদ নদী পাহাড় পর্বত জনপদ
বিস্তীর্ণ শ্যামলিমা -হেসেছে,
ভেঙেছে ,গড়েছে ,হাড়িয়েছে গতি
ধূসর মরুর বুকে জেগেছে ওয়েসিস!
যুগে যুগে সৃষ্টির পথ ধরে গড়েছে ভেঙেছে , বিধ্বস্ত হৃদয়ে আশা ছাড়েনি,
সৃষ্টিহীন পৃথিবী একদিনও বাঁচেনি!!
Barid Baran Gupta