POEM

মিনতী তোমায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

হে প্রভু…..
হে প্রভু…প্রভু তুমি এনেছো ধরায় মোরে
তোমার দেখা না পেয়ে মরছি ঘুরে ঘুরে।
তোমার চরণ তলে হবে কী মোর স্থান ?
তবু মোর চোখের জলে করে নাও তুমি স্নান।
আমিতো চাই না কিছু বাঁচার চেয়ে বেশি,
তবু কেন বলো আমি সদাই দুঃখের সাগরে ভাসি।

হে মাতা…
তুমি যদি মাতা হও…. তবে কেন কাঁদি আমি ?
নাও না কোলে আপন বলে তুমি তো অন্তর্যামী,
তবে কী তুমি পাষাণ হৃদয়ে চুপ রয়েছো মাতা
নাকি…… তুমি মাতা আসল নও, তুমি বিমাতা।
তোমার চরণধূলির তলে একটু যদি দাও ঠাঁই
ভালোবেসে আমি তো শুধু এই টুকুই চাই ।

হে পিতা….
হে প্রভু…জন্ম দিয়োছো আমায় দীনের কুটিরে,
সেথায় দাওনি শান্তি, বারেবারে দুঃখ ঘিরে ধরে।
তুমি কী পাও না দেখতে, তোমার পায়ে জল !
তবে আমার চোখের জলের দাও না কেন ফল ?
এই যদি হয় সঠিক বিচার বলো… কেমনে তা সই,
ব্যথা ভরা বুকে আমি আজও তোমার চরণ ছুঁয়ে রই।

তোমরা যদি পিতা-মাতা হও, ভালো কী বাসো না আমায় ?
কোন মাতা-পিতা সন্তানেরে বলো শুধু কী কাঁদাতে চায় ?
আর কত দিন….আর কত কাল কাঁদাবে অভাবে মোদের
যার আছে সেও কাঁদছে দেখো, কত মনের যন্ত্রণা তাদের।
মানব জন্মমানে অশান্তির পুকুরে জলের গভীরে স্নান করা ,
এই মানব জন্মে দুটো একসাথে যাবে না তো হায় ধরা।

আজ যাহার অগাধ সম্পদ হাতে, কাল সে পায় না খেতে
প্রভু তোমার না করে স্মরণ, তারা শুধু চায় সুখ পেতে।
কী করে মিলবে সুখ, কে বা দেবে তোমায় এনে
পাপ করে চাইলে সুখ প্রভু কী আর তা মানে !
দীন ঐ মানুষ যারা, যদি না ডাকে তোমায় তারা
দীনের আরো বাড়বে ঋণ, জীবনে আসবে খরা ।

হে প্রভু …..
তুমি কোথায় আছো ? দাও না আমায় একবার দেখা
নয়ন জলে তোমার পাশেই আছি, নই তো আমি একা ।
চারিদিকে দেখো আমার মতো কত অসহায় কাঁদে,
আশায় আশায় দিনে দিনে তারা তাদের ও বুক বাঁধে।
প্রভু তুমি ….একটি বার চেয়ে দেখো, না দিয়ে দেখা আমায়,
কর জোড়ে-পায়ে ধরে প্রভু করছি মিনতী তোমায়।

ss-hh.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *