সমানাধিকার
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
নারী পুরুষ সকলে সমান, সবার সমানাধিকার
এই মানব সমাজে এটাই হওয়া বাঞ্ছনীয়, দরকার।
সকল পুরুষ নারী কে দাও যথাযথ সম্মান,
কখনো যেন কোন ভাবে নারীর না হয় অপমান।
কখনো যদি এমন হয় পুরুষ করে ভুল
সমাজ তাকে করবে না ক্ষমা , গুনবে সে তার মাশুল,
বিনা অপরাধে নারী যদি পুরুষকে করে দোষী
তাই বলে সব সহ্য করে পুরুষ চড়বে ফাঁসি ?
কে বলেছে নারী কোন দোষ করতে পারে না ?
যত দোষ নন্দ ঘোষ, নারী যে জাতে মা,
কে করেছে দোষ আর কে বা হবে দোষী
দেখতে হবে কে করছে দোষ, মেসো না মাসি ।
আজকের দিনে সমাজ দিয়েছে নারী-পুরুষের
সকল কাজের, নিজের সাজের সমান অধিকার।
বিচার না করে একতরফা কাহারো দোষ না হয় যেন আর,
অন্যথায় উল্টো হবে পরিণতি, হ্রাস পাবে অধিকার।
SIDDHESWAR HATUI