প্রত্যাঘাত
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/ বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আজকে তুই কাঁদালি যারে
কিসের নেশায় এমন করে ?
ভাবলি না তো তার কত দুঃখ
তবু সে চায় তোর ঐ মুখ ।
কী ভাবে তারে তুই করলি আঘাত
ভালোবাসার এই কী প্রত্যাঘাত !
করলি রে ভুল কিসের টানে
সে কথা তোর মন কী জানে ?
বুঝবি যেদিন নিজের সে ভুল
তত দিনে ঝরে যাবে ফুল,
কিছু ভুলের হয় না রে ক্ষমা
মনের গভীরে থাকে সে জমা।
তুই ভাবলি শুধু নিজের কথা
অকৃতজ্ঞ হয়ে বুঝলি না অন্যের ব্যথা।
ছিল যা তোর হারিয়ে দিলি
বল না হরিয়ে কী বা পেলি ।
আবেগে কখনো হারাস না রে মন
অন্যথায় কেঁদে কাটাবি জীবন।
করার আগে ভাববি ……ওরে
ভাবিস না কোন করার… পরে ।
এভাবেই কাটাবো জীবন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
তোমার হাত ধরে চলেছি আমি কত পথ
ওগো…..তুমি যে আমার জীবনের রথ,
তোমাকে ছাড়া আমি পারি না নিজেকে ভাবতে,
তোমার অবলম্বন ছাড়া জীবনের বাকি পথ চলতে।
একদিন কথা দিয়েছি আমি ছাড়বো না তোমার হাত
যতই আসুক আমার জীবনে কঠিন আঘাত ।
আসুক…….আসুক না ঝড় আসুক না তুফান
তবু…….দেবো না হোতে তোমার অপমান।
সেদিন থেকে একে অপরের মনে বেঁধেছি বাসা
এভাবেই কাটাবো জীবন, করি শুধু এই আশা।
তুমি যেন কভু ভেঙো না আমার কোমল এ মন
ওগো…..তুমি যে আমারি বড়ই আপন.
জানবে যে দিন সরে গেছো আমার থেকে দূরে,
আমিও চলে যাব বহু দূরে…..আর পাবে না ফিরে ।
তোমাতে আমাতে আজও তো নাই কোন অবিশ্বাস,
এভাবেই কাটাবো জীবন, যত দিন দুটি প্রাণে থাকবে শ্বাস।
SIDDHESWAR HATUI