ক্ষত
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
ক্ষত স্থানে আবার কেন মারছো জোরে চোট
দগদগে ঘা আবার বেশি বাড়ছে দিনে দিনে
ব্যথা ভরা বুক, তবু বোবা থাকে লাখো মুখ
আঘাতের পর করলে আঘাত ঘা সারবে না জীবনে।
আঘাতে আঘাতে শত আঘাতে কাঁদছে দেখো সমাজ
কান্না শুনেও ঘাতকের মনে পাচ্ছে না কোন লাজ,
বাতাসে বিষ ছড়িয়ে দিয়ে দিয়েছো বাড়িয়ে জ্বালা
কেউ কেউ নিজ স্বার্থে করে চলেছেন সেই মহান কাজ ।
শুধু মানুষ মারার চাতুরী কেন বলো তোমাদের ঐ হাতে ?
কত প্রাণ হল বলি, বলো..আসবে কী আর তারা কখনো ফিরে,
বুকে কান্না মুখে হাসি, এই তো তোমায় ভালোবাসি !
নিজেদের গুটিয়ে অসহায় হয়ে জীবন গুলো থাকে আপন নীড়ে।
আজ আছে তোমাদের বল, কাল পাষাণ বুকে পড়বেই চোখে জল !
কখনো শুনেছো দর্প রয়েছে কোথাও চিরদিন কাহারো বেঁচে ?
তোমাদেরও তাই ছলনা বালাই, যাচ্ছে জেনে আজ সবে,
যেদিন হবে তোমাদের বিচার, সেদিন কাঁদবে নেচে নেচে।
SIDDHESWAR HATUI