POEM

মানুষেই শেষ কথা বলে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

কৃষ্ণপক্ষের অবসানে
হয় পূর্ণিমার আর্বিভাব ।
কালোর বিদায়ে পৃথিবীতে আসে
আলোর ঝলকানি।
জোয়ারের জলস্ফীতির হার
কমে যায় ভাটার টানে।
রাত্রির নৈঃব্দতা কেটে যায় তখন
যখন প্রস্ফুটিত হয় দিনের আলো।
দুঃখের যাতনা শেষে হয়ে যায়
অপেক্ষায় আসে সুখের আনন্দ।
এলোমেলো ঝড়ের অন্তে
দেখা দেয় পরিচ্ছন্ন এক শান্তি।
আশা ভঙ্গ হলে চলে আসে
মনে গভীর হতাশা ,
হতাশার ফলে জন্ম নেয় শত আশা।
সবুরে সবুরে দিন চলে যায়
কেউ পায়, কেউ বা হারায়।
কত না পুণ্যে এ মানব জীবন
মৃত্যুর কোলো ঘুমিয়ে পড়ে।
আসলে পরে যেতেই হবে,
জড় হলে রইবে পড়ে ।
আঘাতের পর আঘাত সয়ে
ক্ষীণ প্রাণেতে শক্তি বাড়ে।
আতমবিশ্বাস জীবন শক্তি
হারিয়ে গেলে যন্ত্রণা মেলে ।
পাপ করলে পাবেই সাজা
অপরাধে কঠিন বিচার,
পাপের তাপেই হবে ভাজা ভাজা।
লোভ এনে দেয় সাময়ীক সুখ
সেই সুখেতেই পুড়বে যে মুখ।
চুল কাটলে লাগে না ব্যথা
বুকের আঘাতে বেজায় লাগে,
অভ্যাস টানে নিজের দিকে
ভালো – মন্দ নিজের মনে।
যার পূজা করে যে জন মহান
তার গায়ে লেগে তার গন্ধ।
পচা গন্ধের প্রখরতায় গরল
বাড়ায় প্রচণ্ড অসন্তোষ ,
দূরে সরে সরে যেতেই হবে
না হলে তুমিও হবে জ্ঞানহারা।
অশান্তির পর শান্তি আসে
শুধু মানুষ শান্ত হলে,
কী হবে ,কেমন থাকবে, কীভাবে চলবে
মানুষেই তার শেষ কথা বলে।

WhatsApp-Image-2023-02-13-at-4.55.47-PM.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *