POEM

কবির জন্ম
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

আহ্লাদে আহ্লাদিত হয়ে জন্ম নেয় না কবি
তাদের জীবনে বহু যন্ত্রণা, চোখে দুঃখের ছবি।
উদাস নয়ন সমুদ্রে ভাসে, মন খুঁজে যায় স্বপ্ন
ব্যথা ভরা বুকে শব্দ লিখে, ভুলে শরীরের যত্ন।
সমাজের বুকে কত ঘটনা ক্লেশ দেয় কবি প্রাণে,
প্রতিবাদ জানায় নিজেয় ভাষায় দম্ভ নিয়ে মনে।
আনন্দ, প্রেম, ভালোলাগা,খারাপলাগা, হিংসার কথা
কবি প্রাণে দোলা দেয় , হয় মাথা ব্যথা ।
সংসারের কাজ, লাভ-ক্ষতি না ভেবে করে সময় ক্ষয় ,
সেরা পুরস্কার নিজের সৃষ্টি, এর বেশি আর কিছু নয়।
কবি চায় নিজের সমাদর, সকলেই তাই চায়,
কত জন কবি সম্মাননা পায় ? খোঁজ নেই কোথায় হারিয়ে যায় !
সম্মান ভিক্ষা চায় না কবি, বিক্রি করে না তার লেখা,
সারা জীবন তাদের এভাবেই কাটে, কবি থাকে একা একা।

ss-hh.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *