জীবন কঠিন এক স্বপ্ন
বারিদ বরন গুপ্ত
জীবন কঠিন এক স্বপ্ন
ভাঙতে চায় না
হারতে চায় না
মরতে চায় না
শেষ নিঃশ্বাসের স্বপ্নটুকু ছাড়তে চায়না!
জীবন কঠিন এক স্বপ্ন
আনন্দ চায়না
আবার দুঃখ হারায় না!
হারে পদে পদে
তবুও হারে না কোনমতে
শুধু আশা নিয়ে বাঁচে
স্বপ্ন যখন ইশারায় শুধু ডাকে!
আশা-নিরাশার দোলে
চলেছে জীবন কঠিন এক স্বপ্নের দোলে
মাঝে মাঝে চলেনা
তবুও স্বপ্ন থামে না ,
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে
প্রকৃতির তালে তালে
আঁধারে আলো মাখে
আলো ছায়া স্বপ্নের দিন
জীবন সবেগে ছন্দহীন!
Barid Baran Gupta