☝️”তোমাকে কোথাও যেন দেখেছি”☝️
কলমে: বারিদ বরন গুপ্ত
, মন্তেশ্বর পূর্ব বর্ধমান
💥💥💥💥💥💥💥💥💥
তোমাকে বড্ড চেনা চেনা লাগছে!
কবে যেন দেখেছি কোথাও!
হয়তো আমার কোন কবিতায়,
পাহাড়ি নদীর সুরে।
হয়তো বিহগের কলতানে,
ভোর জাগার মুখে।
নয়তো উষর মরুর বুকে,
যেখানে জেগেছে একটা ওয়েসিস।
হয়তো দূরন্ত বৌশাখে,
ঝড়ো হাওয়ার মুখে।
নয়তো শ্রাবনের ধারার
রাত হারা চোখে।
হয়তো বা শরতে
কাশ, শালুক শতদলে
নয়তো বা পৌষের হিমেল
সকাল বা রোদ মাখা বিকেলে।
না এ আমার ভ্রম!
তোমাকে দেখেছি জনতার দোরে,
ভুখা মানুষের ভিড়ে।
তুমি শুনিয়েছিলে নীতি মতাদর্শ,
সেদিন জনতা শুনেছিল স্পষ্ট।
আজ সঙ্গোপনে,
এলে সরল কোনে।
কোথায় রাখলে নীতিমালা,
আর মতাদর্শ।।
Barid Baran Gupta