খেলাচ্ছলে পৃথিবীকে দেখেছিলেম সোনার কাঠি
বারিদ বরন গুপ্ত
খেলাচ্ছলে পৃথিবীকে দেখেছিলেম সোনার কাঠি
গোটা আকাশটা মুড়েছিল স্বপ্নে,
পৃথিবীটা হেসেছিল এক মুখ হাসিতে
ভেসেছিলাম স্বপ্নের নাগরদোলায়!
উড়ন্ত যৌবন নিয়ে এসেছিল কালবৈশাখী ঝড়!
গোটা আকাশটা কয়েকবার কাঁপলো
উত্তরে আকাশ থেকে
ঝড়ো হাওয়ার মতো উড়ে এলো এক ধূম্র পাহাড় !
গোটা আকাশটা খেয়ে নিল,
তারপর সব গেল থেমে !
দুরাশার কুয়াশা নিয়ে এলো হতাশা
স্বপ্নগুলো গিলে গিলে খেলো,
ধূলিঝড়া স্বপ্নহীন জীবন বয়ে চলে
আপন খেয়ালে এ নরক তলে
সোনার কাঠি গুলো কেবল স্বপ্ন দেখায়
অতীতের ছায়া তলে!
Barid Baran Gupta