POEM

মাটির কান্না
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

গাছ থেকে সে দিন ঝরেছিল পাতা
কুঁড়ি গুলো টপটপ করে পড়েছিল
মাটির উপর কত ব্যাকুল চিত্তে !
কাছাকাছি সকলে দেখলে চেয়ে
নীরবতার পাহাড়ের চূড়ায়… প্রতীক্ষায়।
আকাশে-বাতাসে তখন ছড়িয়ে পড়েছিল
অবরুদ্ধ নিঃসঙ্গ ক্রন্দনধ্বনি ।
পেলে না শুনতে আর্তনাদের সুর !
পাখিরা তখন ইতস্তত উড়ে উড়ে
কোলাহল করে প্রতিবাদমুখর,
অন্ধ ঘাতকের দল মত্ত সে সময়
কেড়ে নেওয়ার নেশায়।
বিনা প্রতিরোধে দেহ হয়ে গেল টুকরো,
ধপ করে একটা আওয়াজ শোনা গেল ।
তারপর নির্জনে নিভৃতে কাঁদলেন মাটি
জন্ম দিলেন অপরাজেয় প্রতিবাদী কয়েকটি প্রাণ ।

S-HATUI-PIC.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *