তোমরই থাকি
-মেহের আমজাদ
জানি তুমি আর আসবেনা
তবুও অকারণে আজও কেনো
তোমায় ভালোবাসি !
নীরবে স্মৃতিচারণ করে
অন্তরে বিষাদ নিয়ে
কেনো হাসি ?
জানিনা কোন মোহ মায়ায়
আজও লেপ্টে আছি
তোমার ভাবনায় আজও কেনো
মগ্ন থাকি স্বপ্ন আঁকি
আমি তো চেয়েছিলাম
তোমরই থাকি শুধু তোমারই থাকি।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর ।
তারিখঃ30, 2022
Meher Amzad