POEM

দীনের কন্যা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

এক যে ছিল দীনের কন্যা
দেখতে যথেষ্ট মিষ্টি,
স্কুল শেষ করে কলেজে পড়ে,
পড়াশোনায় তার দৃষ্টি।
পিতা-মাতা মজদুরি করে
চালায় সংসার,
হাজার কষ্ট সহ্য করেও
মানে না তারা হার !
এভাবেই চলে যায় বছর কয়েক,
একমাত্র মেয়ে হল বি এ পাশ,
বিয়ে এবার দিতেই হবে
লোক মুখে শোনা যায় ফিসফাস !
মেয়ের পিতা করল শুরু
পাত্র দেখার কাজ,
জুটল পাত্র ছোট্ট চাকুরে,
পিতার শান্তি আজ।
সর্বস্ব দিয় দেনাপাওনা মিটিয়ে পিতা
পাকা করলেন বিয়ের দিন ।
মেয়ের বিয়ে দিয়ে মা-বাবা
হয়ে গেলেন ভরসাহীন।

বিয়ের পর কেটে গেছে
বেশ কয়েকটি মাস,
এদিকে তখন মেয়ের পিতার
বেজায় সর্বনাশ।
পিতার খুব করেছে অসুখ
বার্তা পাঠালেন মা।
সংসারে তখন খুব অনটন,
দগদগে তখনো দেনাপাওনার ঘা !
অপেক্ষা করেও পিতা-মাতা
পেলেন না উত্তর।
পিতা একদিন চলে গেলেন
সকলকে করে পর।
মা গেলেন হয়ে অসহায়,
খবর পাঠালেন আবার ।
জামাই-মেয়ে দুজনে এসে
মরা মুখ দেখে বাবার ।
মেয়ে বলে বাবা আমায়
করে দিও ক্ষমা,
দুষ্টের বাড়িতে পাঠিয়েছো আমায়,
করলাম পাপ জমা।

SIDDHESWAR-HATUI.jpg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *