ছন্নছাড়া মেঘগুলো আমায় দাও,
বারিদ বরন গুপ্ত
ছন্নছাড়া মেঘগুলো আমায় দাও
গোটা আকাশ টা চষে বেড়াক
উড়িয়ে আনুক একটা কালবৈশাখী ঝড়!
সব তছনছ করে দিক
পৃথিবীর সব রস শোষণ করে
বেড়ে উঠেছে কয়েকটা ইউক্যালিপটাস!
আকাশটাকে ছুঁতে চায়!
পৃথিবীটাকে আঁধার ঢেকে
দুনিয়ার আলোগুলো লুটতে চায়!
আর দেরি নয়
আত্মার শেষ আর্তনাদ
মুখরিত আকাশ বাতাস!
ধ্বংসের মুখে প্রহর গুনছে শেষ নিঃশ্বাস!
আঁধার সরিয়ে জেগে ওঠো দুনিয়া!
দাও আমায় একটা দুরন্ত কালবৈশাখী
সব উপড়ে ফেলুক
নির্মূল হোক সব শিকড় -বাকড়,
সময় নেই আর
ছন্নছাড়া মেঘ গুলো আমায় দাও,
উড়িয়ে আনুক কালবৈশাখী ঝড়
সব মাটিতে মিশিয়ে দিক
একটা সমতল ভূমি চাই !!
Barid Baran Gupta