Poem

জীবনের কবিতা

#কলমে বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)

সকালে ছিলেম ড্রয়িংরুমে
একমনে কাব্যের অন্বেষণে,

হঠাৎ বেঁজে উঠল সেল ফোন,
বিচলিত হলো মন!
,-বন্ধুর অসহায় বার্তা পেলাম-

“বেঁচে থাকার আনন্দটাই গেছে চলে
বিতৃষ্ণায় ভরেছে জীবন”

মনে মনে ভাবলাম-
“বর্তমান পরিস্থিতি তো তাই!
বাঁচার রসদ যাচ্ছে হারিয়ে
বেঁচে আছি বেঁচে নেই
ঝাপসা জীবন ভাই
চারিদিকে চিৎকার-
,”বাঁচতে দাও !বাঁচতে দাও!”
পৃথিবী রয়েছে নীরবে নিস্তব্ধে দাঁড়িয়ে!

সান্তনা বার্তা লিখতে বসলাম,
মন বিদ্রোহ করলো!
বারবার কেঁপে উঠলো কলম!
আধখানা কবিতায় কেতাবি সামাজিকতায়-
“ভেঙে পড়ো না বন্ধু
এইতো জীবন—–
সংগ্রাম আর সংগ্রাম!!”

inbound7891739545338042002.png

Barid Baran Gupta

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *