নেতাজীকে আমি দেখেছি
বারিদ বরন গুপ্ত
নেতাজিকে আমি দেখেছি
কোটি কোটি জনতার ভিড়ে
নীতি আদর্শ শুধু মেখেজে
উপনিবেশিক শাসনের কদর্যরূপ
ঘৃণার জ্বালা শুধু মেপেছে!
জাপান জার্মানি নাগাল্যান্ড কোহিমা
বিজয়ীর উল্লাস শুধু ছুটেছে,
সংঘাত প্রতিঘাত রনংদেহী হুংকার,
ব্রিটিশের চিৎকার
ইতিহাসের পাতাগুলো শুধু ভরেছে !
লুকিয়েছে ইতিহাস শত শত ,
উমেদারি তাবেদারি
ছদ্মবেশে চিৎকার
যোগ বিয়োগের কত খেলাই চলেছে!
বঞ্চনা গঞ্জনা ছদ্দবেশী প্রতারণা
নিরবে ইতিহাস শুধু দেখেছে,
পাতাগুলো আকাশে বাতাসে শুধু ভেসেছে!
Barid Baran Gupta