চাঁদ কেন কাঁদে
চাঁদ কেন কাঁদে বিজন নিশিথে
বৃষ্টি হয়ে মাটিতে পড়ে অশ্রুকণা ,
হয়েছে কী তার মুখ ঢাকে বারবার
মনে আছে কত অপ্রত্যাশিত যাতনা ।
বলো কী অপরাধ ছড়িয়ে আলো তার
আজ কেন বিষাক্ত লাগে নিষ্পাপ জীবন ।
রাক্ষুসে খিদের মুখ কেড়ে নিল সর্বসুখ
ভাবেনা কেন বলো চাঁদকে আপন !
একদিন কাটবে ভয় হবেই চাঁদের জয়
অশ্রুভেজা মাটিতে পড়বে চাপা দানব নিশ্চয়।
অপরাধী সেই চোখে দেখবি দশভূজা মাকে
ক্রোধাগ্নিতে পুড়বিরে তুই, আছে তেজ অতিশয়।
SIDDHESWAR HATUI