এক কাপ চা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
চায়ে তে চুমুক, আছে কত সুখ
উদ্দীপনা আনে পরিশ্রান্ত মনে ।
কাজের ফাঁকে কিম্বা ঘুম থেকে উঠে
এক কাপ চা, মনকে টানে ।
কাটে বারো মাস, চায়ে তে অভ্যাস
পান করি বাড়িতে বা দোকানে।
ঐ চায়ের নেশা হরেক পেশায়,
স্পৃহা বাড়ায় কর্মীদের মনে ।
এক কাপ চা মিত্রতা বাড়ায়,
পার্কে বা পথের মাঝখানে।
সময় কাটাতে এক কাপ চা,
জুড়ি মেলে না তার কোনো স্থানে।
শীত লাগলে গরম এক কাপ চা
উষ্ণতা আনে প্রাণে ,
চায়ের চাহিদা বেড়ে যায় আবার
মন দিলে সিনেমা ও গানে ।
এক কাপ চা প্রচলিত আচার করে পালন,
গৃহস্থ সবার জীবনে ।
আট থেকে আশি চায়ে প্রেম করি
সেকথা আজ কে না জানে।
SIDDHESWAR HATUI