Poem

বদলে যাওয়া পৃথিবীটা আতঙ্কের মরুভূমি

বারিদ বরন গুপ্ত

বদলে যাওয়া পৃথিবীটা
একটা আতঙ্কের মরুভূমি
আধার ছায়ায় কাঁপন বাড়ায়
নীরবে বয়ে বেড়ায় বালির পাহাড়!

এখানে সবাই হারিয়ে যায়
কেউ কেউকে চেনেনা
কেউ কেউকে বোঝে না
দরজায় তালা ঝোলে
নির্জন দুপুর গেলে
রাক্ষুসী নিথর দুনিয়া!

এখানে সবাই স্বপ্ন দেখে
স্বপ্ন কেনে স্বপ্ন বেচে
চাটুক অভিনয়ে মাতিয়ে রাখে,
নীরবে বাসা বাঁধে
ভাঙাচোরা হৃদয়!
কে জানে?
কোথায় গিয়ে থামে
আধুনিক সভ্যতার বিজয় রথ!

inbound7396603077867738224.png

Barid Baran Gupta

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *