POEM

দিও না ফিরিয়ে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

দিও না ফিরিয়ে, চেয়েছি তোমারে,
বাড়িয়ে দিয়েছি দুটি হাত ।
মনে আশা নিয়ে, শত ব্যথা সয়ে
তোমার ভাবনায় দিন-রাত।
কেটে গেছে দিন, সে তো রং হীন
তোমায় খুঁজে বারংবার ,
কত গুলো রাত কেটেছে জেগে
চোখেতে আসে না ঘুম আমার ।

দিও না ফিরিয়ে, চেয়েছি তোমারে,
দাও না হাতে হাত একটিবার ।
সব কিছু ভুলে, পাহাড়ের কোলে
চলো যাই নিরালায়, হই একাকার।
মনে জমা কথা, বুকে যত ব্যথা
দূর করে দাও ভালোবাসায়।
চেয়েছি তো একটু হৃদয়ের স্পর্শ,
পারবে না দিতে তুমি কী আমায় ?

দিও না ফিরিয়ে, চেয়েছি তোমারে,
এ মন হয়েছে আকুল,
ভেবেছে এ মন, তুমি আপনজন,
মিলিয়ে দাও না দুকূল।
নিরাশার পাখি করে ডাকাডাকি,
আশা নিয়ে দু-হাত বাড়িয়েই থাকি,
যেও না ভুলে, দূরেতে চলে,
যেন তোমার দু-চোখে আমায় দেখি ।

SIDDHESWAR-HATUI.jpg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *