poem

ফুরায়না অপেক্ষার প্রহর
-মেহের আমজাদ

তুমি না রাখলেও খোঁজ আমাকে নিতে হয়
মোহময় আকর্ষণ এখনও যে আমায় টানে
বেঘোর হয়ে যেন একান্ত বাধ্যতায়
আমার হৃদয় খুলে দেখি
তুমি কি আছো সেই আগের মত !
না তুমি নেই
কেবল আছো কল্পনার অনুভবে।
তুমি জানোনাকো কতটা হয়
হৃদয় ক্ষত বিক্ষত
তাই নীরবতায় আজও তোমায় খুঁজি
সবাই যখন ক্লান্তি নিয়ে ঘরে ফেরে
বিশ্রাম নিতে এলিয়ে দেয় শরীর
আমি তখনও অপেক্ষা করি।
থেমে যায় চারিদিকে কোলাহল
যতই ছড়ায় রাতের নীরবতা
ততই বাড়ে আমার অস্থিরতা
বাড়ে আকুলতা
রাত শেষে ফিরে আসে ভোর
অভিমনে মুখ লুকাই
ফুরায়না অপেক্ষার প্রহর।

O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ১৫/০১/২০২৩

244302910_1032324690897276_4237866940072217309_n.jpg

Meher Amzad

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *