POEM

মকর সংক্রান্তি
কলমে -সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

পৌষ মাসের সংক্রান্তি আমাদের জীবনে একটি ঐতিহ্যবাহী দিন
আমরা উৎসবের সঙ্গে তা পালন করি মিলনের সুরে সুরে ,
নতুন রূপে অন্যত্র গমন করি, মনে আনন্দ নিয়ে সকলে
সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম সেরে।
মিষ্টি, পিঠে, পুলি, পায়েস আরো কত রকমের হয় খাবার,
মকর মানে ফসল তুলে খাওয়ার পালা, নতুন স্বাদের আহার।
নানান স্থানে হয় যে মেলা, ছোট –বড়, কত রকমের নাম,
ফাঁকা মাঠে, পুকুর পাড়ে মেলা বসে, কতই রঙের বাহার ।
আট থেকে আশি সকলেই মাতি এই আনন্দনুষ্ঠানে,
নতুন পোশাক গায়ে নিয়ে, মিষ্টি সম্পর্কের অঙ্গীকার নিয়ে।
দীর্ঘ একটি বছর মানুষ থাকে অপেক্ষায়, স্বজন ফিরে আসে বাড়ি,
আকাশে বুকে উড়ে বেড়ায় ঘুড়ি, পাখিদের পাশ দিয়ে।

পুরাণে আছে মকর সংক্রান্তিতে মহাভারতের পিতামহ ভীষ্ম
শরশয্যায় ইচ্ছামৃত্যু এই দিনই করেছিলেন গ্রহণ ।
অন্য মতে, বিষ্ণু অসুরদের বধ করে নাকি মন্দিরা পর্বতে দিয়েছিলেন পুঁতে,
এ দিন অশুভ শক্তির বিনাস করে, করেছিলেন শুভ শক্তির স্থাপন।
আবার অন্য মতে, সূর্য তার পুত্র মকর রাশির অধিপতি
শনির বাড়িতে আসেন, একমাসের জন্য ঘুরতে,
সূর্য এ দিনই ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করেন,
তাই আমরাও চাই শান্তি, সুস্থ সম্পর্কের বন্ধন দৃঢ় করতে ।
সমস্ত রকম অপরিশুদ্ধতা হয়ে যাক দূর, করি তার-ই আয়োজন
বাসনকোসন, ঘরবাড়ি তার চারপাশ, সকলেই করি পরিষ্কার ।
পাড়া গ্রামে মকরে খুশির আমেজ, কত রকমের খেলা,
বনভোজন আর মোরগ লড়াই, আরো আসর বসে গানবাজনার ।

S.H.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *