সে তো আর ফিরবেনা
-মেহের আমজাদ
কাকে খুঁজি কেনো খুঁজি ?
সে তো আর ফিরবেনা
হারিয়েছে সেই কবে
হৃদয়ের অঙ্গিনায় বাসা বেঁধে
তবুও কেনো রয়ে যায় !
স্মৃতির মিনার হয়ে
আঁকড়ে ধরে রেখে
কখনও মায়াবী হয়ে এসে
নির্জনে আজও আমায় ছুঁয়ে যায়,
জানি সে আর ফিরবেনা
ভিড়বেনা আমার হৃদয় বন্দরে
তার তরী
বাঁধন হারা হয়ে গ্যাছে যে
অন্তিম স্রোতে ভেসে
সে কি আর কখনও ফিরে আসে ?
দূরশায় কেনো তবে তাকে নিয়ে
এই মন চনমনে হয়ে ওঠে
অন্তরে তার কথা
কেনো বাজে—- কেনো বাজে।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ১২/০১/২০২৩
Meher Amzad