পৃথিবীটা যখন পায়ের তলায় বন্দী
বারিদ বরন গুপ্ত
পৃথিবীটা তোমার পায়ের তলায়
বিজ্ঞান প্রযুক্তির ঘোরাটেপে বন্দী!
দিন রাত চাবুক ছোটাও
চিৎকার ওঠে
ছটফট করে
গলা টিপে ধরো বারে বারে
আওয়াজ মিশে যায় ধ্বংসস্তূপের ছায়ায়!
ইতিহাস গড়ো
রাজত্ব কর
নতুন পৃথিবী নতুন নীতি
দুর্ভিক্ষ আর তেজারুতি!
Barid Baran Gupta