POEM

গাও না একটি গান

গাও না একটি গান
আকাশ বাতাস পাগল করে তেমন,
গাও না একটি গান ।
গানের সুরে পাতা নড়ে যাক
সমুদ্রে আনুক জোয়ার,
বোবা মুখে আওয়াজ এনে দাও…
গাও না একটি গান ।
সেই গানের সুরে বিভেদ ভুলে
হয়ে যাক একাকার,
একটি গান গাও ,
স্তব্ধ করে দাও মন্দ যা কিছু ।
নির্গত লাভার আগুন যাক নিভে,
পর্বত হয়ে যাক শান্ত ।
গাও না একটি গান,
গানের সুরে নতুন করে
জেগে উঠুক প্রাণ ।
ফিরে আসুক অপরাধী যারা
সভ্যতা যাক চিনে,
গাও না একটি গান
জীবনের গান,
মেঘের থেকে বৃষ্টি আসুক নেমে
গাও না একটি গান,
আকাশ পাতাল ছুঁয়ে যাক
গাও না সেই গান ।

PHATO.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *