বৃথা এ জীবন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
আগুনের গর্ভে মন রেখে আমি
সদাই খুঁজেছি একটু জলাশয়,
সূর্যের থেকে চেয়েছি শক্তি
প্রকৃতির কাছে শান্তির আশ্রয়।
মেঘের নিকট চেয়েছি বৃষ্টি
আঁধারেতে চাঁদের নিকট আলো,
বাতাসের কাছে চেয়েছি শীতলতা
পথের কাছে চেয়েছি ভালো ।
পুড়ছে এ মন, বৃথা এ জীবন
শুধু শূন্যতা করি উপার্জন,
আকাশের বুকে ফিরে ফিরে দেখি
মনগড়া যত কতনা স্বপন।
ভালোবাসা মোরে ব্যথা দিল জোরে
ছ্যাঁকা লাগে দেহে বারংবার ,
সমাজের অসুখ বাড়িয়েছে মোর দুঃখ
আর যেননা জন্মে ধরায় আসি পুনর্বার ।
SIDDHESWAR HATUI