ঠিকানাহীন পথে দুনিয়াটা মিছে
বারিদ বরন গুপ্ত
অস্থির মন
খুঁজে ফেরে ঠিকানা
সারাদিন বয়ে বেড়ায়
বিভীষিকার ছায়া!
আতঙ্কের ক্রন্দন
শুধু নাঁচায় মন
বিভ্রান্ত দৌড়!
উদভ্রান্তের দোলে
শুধু ঘুরে বেড়ায়
আপন খেয়ালে
হতাশার কূলে কূলে!
কোথায় গিয়ে থামে তরী
ঠিকানাহীন পথ !
শুধু চলা আর চলা
অভিশপ্ত দিনরাত!
একাই সওয়ারী আমি
কেউ নেই পিছে
সবই আছে!
দুনিয়াটা মিছে !
Barid Baran Gupta