অনুভব
পাভেল আমান
নিরালায় বসে আছি
অনুভবে কাছাকাছি।
চেতনার ভালো লাগা
ভালোবেসে রাতজাগা।
স্মরণের পথ বেয়ে
অভিযান গান গেয়ে।
অজানার ডাক শুনে
আগামনী কাল গুনে।
অনুভূতি শত প্রীতি
অনুরাগ যেন শ্রুতি।
রকমারি কথাগুলো
বাঁধনের ডোর ছুলো।
নিরজনে তবু ভাবি
চলমান কিছু দাবি।
পূরণের আশা মাঝে
শপথের গীত বাজে।
যাতনার খেলা ঘরে
ভাবনাটা গেছে ভরে।
অভিমান ভুলে গিয়ে
স্থিতিশীল ভাব নিয়ে।
ভাবীকাল হাঁক ছাড়ে
হৃদয়ের শত ঝাড়ে।
জাগরণে হেঁটে চলি
ভালোবেসে কথা বলি।
প্রতীক্ষার প্রহর
পাভেল আমান
প্রতীক্ষার প্রহর গুনে গুনে
নিরাশার তন্ময়তায়
অতৃপ্ততাকে ধারণ করে
একাকীত্বের ঘোরে খুঁজতে আছি
অনুভূতির চাওয়া পাওয়া
চেতনার অবগুন্ঠন সরিয়ে
প্রসারিত ভাবনার ডালপালা
নীলাকাশের শূন্যতায়
সংযমী বাঁধ ভেঙ্গে
মেলে দিয়েছি মননের অপূর্ণতা
দ্বিধা দ্বন্দের নিরসনে
আবারো বিস্তৃত আকাঙ্ক্ষায়
বিচরণ পর্ব পার করে
একরাশ উদ্দীপনায় বাঁধন ডোরে
গুনছি প্রতীক্ষার প্রহর।