নগ্ন চোখ
পরমানন্দ চক্রবর্তী
গোলাপি ঠোঁটে নিষ্প্রাণ দেহ,
নগ্ন চোখের আহার!
মিথ্যে ভালোবাসার ছলনায় সুযোগ
অবিশ্বাসী মানুষ।
গোলাপি ঠোঁটে নিষ্প্রাণ দেহ!
নিষ্পাপ ভালোবাসার আত্মচিৎকার
বিশ্বাসী হলো কাল।
অপ্রত্যাশিত ভালোবাসা মিষ্টি মুখের ভাষায় মানুষ, সুযোগ সন্ধানী!
ভদ্রবেশী ভদ্র পোশাকে সমাজের প্রিয় পাত্র।
বিশ্বাস এর আড়ালেই অবিশ্বাসের ছাপ
দুর্বল আর প্রকাশ্যে নিরব আঘাত।
চোখের নগ্ন ভালোবাসার প্রকাশ হৃদয় হরণকারী?
গোলাপি ঠোঁটে নিষ্প্রাণ দেহ!
অবশেষে নিথর দেহ লুটায়ে মাটিতে ভালোবাসার নগ্ন চোখের সমাপ্তি।
পরমানন্দ চক্রবর্তী রাজীব
নালিতাবাড়ী শেরপুর।