Paramananda Chakraborty

পরমানন্দ চক্রবর্তী (2)

নীরব পূস্প

পরমানন্দ চক্রবর্তী

সদ্যফোটা গবরে,পদ্নফুল আজ নীরব!
অযত্নে অবহেলায়।
ঝড়ে পরছে মৃত্তিকার বুকে
ব্যস্ততায় লুকিয়েছে, সৌন্দর্য সকলের
দৃষ্টি অগোচরে।
ভালবেসে তুলেনি, ঘরের আদরের-
ফুলদানিতে।
প্রতিভা থাকার সত্যেও-
পরছেনা কারো সুনজরে।
সদ্যফোটা গবরে, পদ্নফুল আজ নিরব!
ঘ্রানহীন পূস্পটি সুন্দর্য্য থাকার-
পরেও আজ নীরব হয়ে, ফুটেছে অযত্নে কোন অরণ্যে অবহেলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *