বৃষ্টিও তুমি
পরমানন্দ চক্রবর্তী
সেদিন বৃষ্টিতে ভিজে যাওয়া অঙ্গখানি,
চোখের মনিতে স্পষ্ট ভেসে আছে আমার!
ভেজা চুলে কাজলের চোখ খানি –
মিষ্টি হাসির কারিশমা!
আজও যেন ভেসে আছে স্পষ্ট চোখের মনিতে।
বৃষ্টি ও তুমি অপরূপ নীলাতে, তখনই যেন আমার ভালোবাসার সমাপ্তি!
রংধনু আকাশে সাত রং; তোমার অঙ্গে দেখেছি?
সাত রঙের বাহার, অন্ধ চোখের আলোয় সেদিন -আলো করেছিলে তুমি প্রকৃতির সাজ সজ্জায়।
তুমি ছিলে যেন তার চেয়েও অনন্যা!
স্পষ্ট কবিতায় ভাষা নেই আমার,
তালহীন ছন্দের কিছু কথা।
সেদিনই কি আষাঢ় ছিল নাকি শ্রাবণের কোন দিন।
কাঁদো পথে নুপুরের ছন্দে হেঁটে চলা,
এখনো স্পষ্ট রয়ে গেছে সেই মেঠো পথে।
অসাধারণ অঙ্গ ভঙ্গিমায় তোমার পথচলা!
সাদাকালো সাজে প্রকৃতির অঙ্গ নাচ,
সেদিন দেখেছিলাম বৃষ্টির সৌন্দর্যে তোমার সৌন্দর্যের প্রকাশ আমার নয়নের মণিতে।