Nipun dash

কবিতাঃ আমার অস্তিত্বে তুমি
কলমেঃ নিপুন দাস

আজকাল নিজেকে ভীষণ
একা মনে হয়,
জীবনের চাওয়া পাওয়া
রাগ অভিমানগুলো যেন ;
দিনশেষে দাঁড়িপাল্লার পরিমাপে
জ্যামিতিক ছন্দে পরিমাপিত হয়।

কৃত্তিমতা মাখা আধুনিক যাপন শৈলীতে,
পর্বতারোহী গমনে ভুলে যাই-
মাঝে মাঝে নিজের অস্তিত্বের কথা।
আমার অস্তিত্ব যেন শুধু আমার সংকট;
নথিভুক্তিকরণ হয় প্রতিনিয়ত বিষণ্নতা হিসাবের পাতায়।

পাতা ঝরার পৃথিবীতে নিঃসঙ্গতা যেন ঘুমের আয়ু,
নিঃশেষ হয়ে ও বেঁচে থাকে
সগৌরবে বাঁচার আশায়।

সূর্য ডুব দেয়!
নিস্তব্ধতা আসে ঘুমের বেলকোণিতে,
জেগে ওঠে আবারও সূর্যস্নাত সকাল!
খুঁজে পাই- নতুন আমার আমিকে।

যে আমিতে নেই-আমার বসবাস,
ক্ষণিক বসন্ত’ ফুরিয়ে যায় যেন বারংবার,
আমার আমিত্তে বসত বাঁধে যে জন –
দিনশেষে তারই অভিমানে;
বাক্সবন্দী হয় যেন আমার দিনপঞ্জিকা।

কখনো জানতে চাওয়া হয়নি নিজের কাছে,
আমার ভালো লাগার কথা।
ব্যস্ততার লক্ষ্যমাত্রা ছোঁয়ার তাগিদে,
পর্বতারোহী গমনে ভুলে গেছি –
নিজের অস্তিত্বের কথা।

যে আমাকে খুঁজতে চাই তোমার মাঝে!
দিতে পার কি তুমি;
কিছু আবদার, কিছু অনুরাগ জমা রাখার- মস্ত বড় ভান্ডার?
পার কি আমার সকল কষ্টগুলোকে
নিমিষে লুফে নিতে?
টক্সিন বিহীন ভালোবাসার
একটু আস্বাদ দিতে?
আমার আকাশ ভরে উঠবে যেন শুধু- তোমার ভালোবাসার ছোঁয়ায়
আমার অস্তিত্বের নাম হবে –
” শুধু তুমি “।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *