নিম্নমধ্যবিত্তের মেয়ে
by Najmul Hoque
প্রিয়,
তুমি বলেছিলে ,আমার চেহেরাটা নাকি চাঁদনি রাতের চেয়ে স্নিগ্ধ
তুমি বলেছিলে আমার হাসিটা নাকি চাঁদের আলোর থেকে মিষ্টি।
প্রিয়,
এখনও বিরাজ করছে আমার সৌন্দর্য ,কিন্তু মেক-আপ বক্স টা এখনও বন্ধ।
এখনও বহমান আমার হাসি ,মুখ দিয়ে এখনও বর্ষে মধুর বৃষ্টি ।
প্রিয়,
তবে কেন দিচ্ছনা দৃষ্টি আমার তরে
কেন আমার ঠাঁই হলনা তোমারই অন্তরে।
প্রিয়,
হয়তো তুমি আমায় দেখে ফেলেছো ভিখেরীনির বেশে,
হয়তো তুমি দেখে ফেলেছো কুঠিরে করতে প্রবেশ দিন শেষে।
প্রিয়,
আমি রোজ সন্ধ্যায় ঘুরি সাহেব্ দের দ্বারে দ্বারে
হয়তো তাই দেখে পেয়েছে জোর আঘাত তোমারই অন্তরে।
প্রিয়,
এখন তুমি চলনা আমি চলি যেই পথ দিয়ে,
এর কী একটাই কারণ?যে আমি নিম্ন মধ্যবিত্তের মেয়ে।
প্রিয়,
হাতে হাত রেখে চিরকাল এক্ সাথে বাঁচব তুমিই তো বলেছিলে আগে।
যদিও আমরা নিম্ন মধ্যবিত্তের মেয়ে তবু মোদের অন্তরেও প্রেম ভালবাসা জাগে।