Mustafa Habib

সুদূরিকার চোখের ভাষা, মনের ভাষা,
এবং মুখের ভাষা না বুঝতেই সন্ধ্যা নেমে আসে,
চেনার আগেই সে অচেনা হয়ে যায়।

মৃদুমন্দ দখিনা বাতাস -সোহাগে শরীর ভিজিয়ে
যখন বসি ধনচে খেতের আড়ালে
নদীর রূপে তৃষ্ণাকাব্য লেখা শেষ না হতেই
সন্ধ্যা নেমে আসে,আকাশ ঢেকে যায় তুমুল অন্ধকারে।

বৃক্ষের শাখায় শাখায় বসন্তের পেখম না মেলতেই
বৈশাখি ঝড়ে দুমড়ে মুচড়ে কেড়ে নেয় শাশ্বত লাবণ্য,
মানুয তখন দাঁড়কাকের মত অসহায়।

মনে হলো সেদিন এসেছি এক চন্দ্র- সূর্যের দেশে
অপার অনিন্দ্য সৃষ্টির যৎসামান্য রূপ না দেখতেই
হেলে পড়েছে জীবনের কার্নিশ,আশা -অহংকার ।

তাই খেলা করে যুগল চোখে বেলা অবেলায়
ঝরাপাতার ধূসরিম ছায়া, সমাধির ধুপছায়া।
বিনা নোটিশে এসে গেছে ব্যস্ত হরিণীর মত
নকল ঘরবাড়ি ছেড়ে যাবার অনিবার্য নিরেট সময়।

হে পৃথিবী আমার,
এখন কেবলই উপহাস করে সন্ধ্যাতারা ও পূর্ণিমার চাঁদ,

এক জনমে মিটলো না আমার তোমাকে দেখার সাধ !

মুস্তফা হাবীব
কবিতা পার্ক, শরিকল মডেল স্কুল রোড
বরিশাল – ৮২৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *