ও মেঘ যাবি আমার সঙ্গে
কলমে: মুক্তা
তারিখ:২৪/০৬/২০২২
****************************
ও মেঘ যাবি, যাবি আমার সঙ্গে,
ঐ দূরে নদীর পাড়ে।
সেথায় বসে গল্প করবো তোর সঙ্গে,
ও মেঘ বলনা যাবি আমার সঙ্গে।
মেঘ বললো না আমি যাবো না
আমি তো মেঘ আমি তো নিয়মের
ব্যতিক্রম করতে পাড়ি না।
এই আমাকে ডাকে আবার তাড়িয়ে দেয়
আমি তো নিজের ইচ্ছায় চলতে পাড়ি না।
আমি তো অবহিলিত কোনো স্থান নেই আমার
যখন আকাশে মেঘের প্রয়োজন,
ঠিক তখন ডাকে আবার যখন, প্রয়োজন
ফুরিয়ে যায়, তখন অবহেলা করে।
আমার ও ইচ্ছে করে আকাশ জুড়ে
ঘুরে বেড়াতে, মন খুলে গল্প করতে
মনের আনন্দে গর্জন করে ডাকতে।
আচ্ছা মেঘ তোকে জেতে হবে না
আমি একাই যাবো তোকে লাগবে না!
জানিস মেঘ আমি তোর মতো প্রয়োজন
ফুরিয়ে গেলে কেউ আর ডাকে না।
আমার কষ্ট গুলো কেউ বুঝতেই চায়না
বুঝার চেষ্টা ও করে না।
জানিস মেঘ, আমার ও এমন জীবন যাপন
করতে ভালো লাগে না রে ।
ইচ্ছে করে হারিয়ে যেতে ঐ দূর দেশে
যেখানে থাকবে না কোনো অবহেলা
থাকবেনা না কোনো কষ্ট।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika