Muhammad Rakib

মন আজ ফাগুনে
কলমেঃমুহাম্মদ রাকিব

আলোক ছায়া হেঁসে
লিখছো আবেগ মেখে
যে না দিল ধরা
তাহারই প্রতিচ্ছবি এঁকে।
কোনে কোনে কোন সে কোনে
ভিজায়েছ চোঁখের কোনে
পাতাতে পাতা সে তো ঐ
চারুলতা
পারিছে কি বাঁধতে মনের বেঁধিতে!
কতকাল দিবানিশি হইয়াছে বাসি
তবু তো সে দেখতে আসেনি
তবে কি তাকে কভু
ভালোবাসি নি।
থরো-থরে বিথরে
জমিয়েছ মনের ঘরে
তুমি এলে আশার সজীবতা মিলে
মনের মরিচীকা দিতে পারো ঢেকে।
মন আজ ফাগুনে
তোমারই সন্ধানে
তুমি আসবে এ ফাগুনে!
তোমার এলো কেশে
কৃষ্ণচুড়া দিবো গেঁথে
তোমার মনেরই অশ্রুদ্বারা
মন মিলনে দিবো মুছে,
ফাগুন আজ রঙিন রূপে
একান্ত তোমার নিরবতা পুঁজে।
রঙিন হয়ে সমুজ্জ্বল এ ফাগুন
তবু রঙিল না
মনের ফাগুন!

1 thought on “Muhammad Rakib”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *