মন আজ ফাগুনে
কলমেঃমুহাম্মদ রাকিব
আলোক ছায়া হেঁসে
লিখছো আবেগ মেখে
যে না দিল ধরা
তাহারই প্রতিচ্ছবি এঁকে।
কোনে কোনে কোন সে কোনে
ভিজায়েছ চোঁখের কোনে
পাতাতে পাতা সে তো ঐ
চারুলতা
পারিছে কি বাঁধতে মনের বেঁধিতে!
কতকাল দিবানিশি হইয়াছে বাসি
তবু তো সে দেখতে আসেনি
তবে কি তাকে কভু
ভালোবাসি নি।
থরো-থরে বিথরে
জমিয়েছ মনের ঘরে
তুমি এলে আশার সজীবতা মিলে
মনের মরিচীকা দিতে পারো ঢেকে।
মন আজ ফাগুনে
তোমারই সন্ধানে
তুমি আসবে এ ফাগুনে!
তোমার এলো কেশে
কৃষ্ণচুড়া দিবো গেঁথে
তোমার মনেরই অশ্রুদ্বারা
মন মিলনে দিবো মুছে,
ফাগুন আজ রঙিন রূপে
একান্ত তোমার নিরবতা পুঁজে।
রঙিন হয়ে সমুজ্জ্বল এ ফাগুন
তবু রঙিল না
মনের ফাগুন!
https://www.facebook.com/groups/sahityapatrika/posts/1090278128296094/