হে অনুরাগী
কলমেঃমুহাম্মদ রাকিব
হে অনুরাগী!
জোৎসনা রাতের চাঁদের আলো
তোমার মুখের হাসি আমার চোঁখ জুড়ালো!
আজ এ বাঁধন ছেড়ে দিলি নিজেরি হাতে,
চুপি চুপি স্বপ্ন বোনতো এ মন
কত যে রাত জেগে!
আজ কেন?এই ব্যথার সুর বাজে এই হৃদয়ে,
কোন অশ্রু ভেজা সুর!!
যদি মরনেরই ডাকে
আসবে বল এই হৃদয়ের অনুকূলে,
ভালোবাসার মায়াগুলো দেখতে পাবে
এই দুটি নয়নে।
তোমার মুখটা মায়ায় ভরা ছিল
তাই আজও ভূলতে পারি না,
ভালো থাকো সখী তুমি!!!
কি আশার বাঁধনে বাঁধিলে
ভূলা যায় না যে এভাবে!
বিদায়ে আজি কে তোমাকে জানাই
বিদায়েরি ডাকে।
https://www.facebook.com/groups/sahityapatrika/posts/1090278128296094/