বিরহ
কলমেঃমুহাম্মদ রাকিব
বিরহ রবে না চিরকাল এটাই তো দুনিয়া
থাকবো না,আমি,আপনি
রাখার কি দরকার হিংসা,বিদ্ধেষ,ক্রোধ
কত মানব কত প্রাণী আজি অসুস্থ্য
বিধাতা যদি না করেন হবে না সুস্থ্য
যদি মিথ্যে আসে
স্পর্শ করি তাকে
জড়িয়ে যাবো যে দুনিয়ার মায়া জালে
মিথ্যের আবেশে থাকবে এই বেশে
বিচার দিবসে জবাব কি দিবো কখনো কি দেখেছি ভাবিয়া
চলো প্রতিশ্রুতি নেই সকলেই
মিশে থাকবো শান্তির আবেশে
দাও বাড়িয়ে দুহাত
সত্যকে ছোঁতে
এসে চলো মিশে যায় শান্তির প্রদেশে
বিরহকে মুছে ফেলিতে