
অবিনশ্বর
শহরের মানুষের
রুদ্ধ অবাধ স্মৃতি,
রক্তের রঙে রঙিন
যত অবশ অনুভূতি।
দেয়ালে বন্ধ রুমের
দাবানো শিহরিত কাকুতি,
শেকল ভেঙে দুর্বার
এযে আমারই আহুতি।
আমি নশ্বর এক
চিলে কোঠার সেপাই,
করোটির চিৎকারে
অবিনশ্বর দুলোক মাতাই।
আজ আমাকে থামায় কে,
আমি ছুটছি দূরান্তে চন্দ্র হাতে!
- মিহু