Mojibul Haque

 Mojibul Haque

মানবতাহীন মানুষ
মোহাম্মদ মজিবুলহক

সৃষ্টির সেরা মানুষ আমি আছে
আরও এই জগতে মানুুষ কত,
পেলে স্বার্থ না ভেবে ভালোমন্দ
আমরা সবাই ছুটিই অবিরত।

টাকাপয়সা আছে তাতেই বা কি
যদি আরও টাকা পাওয়া যায়,
তাইতো অর্থলাভের আশায় শুধু
মানুষ সবে টাকার পিছে দোঁড়ায়।

পাইলে টাকা নিই হাতিয়ে আমরা
হোকনা সাদা বা হোক-ই কালো,
স্বার্থলাভে অন্ধ হয়ে যায় দেখেনা
তখন এসবই মন্দ কিংবা ভালো।

সেরাজাতি মানুষ হয়ে মোরা করি
অন্য সকল মানুষের ভীষণ ক্ষতি,
অন্যদেরকে মেরে আমরা নিজেই
ভনে যেতে চাই ধনাঢ্য/কোটিপতি।

নৈতিকতার অস্তিত্বই বিলীন এখন
মানুষ সব হয়েই পড়ছে বিবেকহীন,
স্বার্থ নিয়ে ঘটে হানাহানি/রক্তপাত
এসব ঘঠনা ঘটছে এখন দৈনন্দিন।

হৃদয়বানের অভাবোনুভব বর্তমানে
নিষ্ঠুর মানসিকতা ও স্বভাবই বাজে,
মানুষদেরই হৃদয় আজ পাষাণপুরী
মিলে তার প্রমাণ আচরণ ও কাজে।

সভ্যসমাজ পশ্চাদগামী এ অসঙ্গতি
ধারাবাহিকভাবে চলছে হারিয়ে হুঁশ,
এ সমাজে মানুষ নামের মানুষ পাবে
আমরা হয়েগেছি মানবতাহীন মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *