MOHAMMAD SHAHIDULLAH

কবিতা বিলাস
মোহাম্মদ শহীদুল্লাহ
************
৩/৯/১৯(রচনাকাল )
আজকাল কবিতাকে মাথায় দেই
বুকপকেটে কিংবা রুমালে ভিজিয়ে আশপাশের বাতাসটাকে আমোদিত করি
আমার বাড়ির কাগজফুলের ফাঁকে ঢুকে পড়া
নীল রঙের অনধিকার চর্চার সাথে কবিতার সখ্যতা
অনেকদিনের

ওকে একটা রিকশায় বসিয়ে কাবুলি বুট কিংবা কুলফি খেতে খেতে ট্রাফিকের দিকে চেয়ে সময় করি পার বিদগ্ধ দুপুরে

অবসরটাকে বরশি বানিয়ে ওর মনপুকুরে ফেলে দেবদাস হই
ক্লান্ত আন্ত:নগরের ছাদে শুয়ে বিবর্ণ
আকাশের হার্দিক রূপে দেখি
কবিতার মুগ্ধতা

অথবা পোড়োবাড়ির ঘুলঘুলিতে নির্বাক
একটা গুমোট হাওয়া আমার কবিতাকে
করে রাখে নস্টালজিক

সরব পোস্টারের লাল নীল অক্ষরে বোনা
প্রতিবাদের মাঝে মিছিলের সাথী
কবিতার বজ্রমুঠিতে
আয়ত চিবুকে
চুলের কাঁটায়
খোঁপার ভূগোলে
আমার চোখের জ্যামিতিক আলো
ঠিকরে পড়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *