
ভিন্ন আমি
মিতা মন্ডল
তোমাদের কাছে আমি চিরবসন্ত,
তবু নিজের সাথে অভিনয়ে ক্লান্ত।
তোমাদের চোখে ভাসে হাসিময় আমির প্রতিচ্ছবি
আমি জানি জীবন ঘিরে কত ছায়াছবি।
তোমরা ভাবো এই তো কত খুশি
আমি জানি এ কত পঁচা বাসি।
তোমাদের হৃদয়ে আমি নদীর কল্লোল
নদীর তীরে দেখো না কেউ কত মানুষ খেকোর জঙ্গল।
তোমাদের ভাবনা তোমরাই ভাবো
আমি আমার প্রাচীন জগতে ঠিকই হারিয়ে যাবো।
