Mita Mondol

_Mita Mondol

অপ্রেরিত চিঠি

মিতা মন্ডল

প্রিয়,
কেমন আছো?ভালো নিশ্চয়ই।এখন তো আর কেউ নিয়ম করে বকা দেয় না,নিয়ম করে তোমার ছন্নছাড়া জীবনের যাপনের জন্য রাগ করে কল কাটে না, ঝগড়াও করে না কেউ নিয়ম করে।এইটাই তোমার জন্য সুখের জীবন।তাই না বলো?
আমি কেমন আছি জানতে ইচ্ছা করে না বোধ হয়।কিন্তু আমার যে খুব বলতে ইচ্ছে করে।আমি যে বৃষ্টি বিলাসী।আমার চোখের জল রোজকার বৃষ্টি হয়ে শহর ভাসাচ্ছে ,দেখো না তুমি?সেই জলে কখনো কি ভেজো না তুমি বাড়ি ফেরার পথে?এক ফোঁটা জল গায়ে পড়তেই কি শিহরিত হয়ে ওঠো না?মনে হয় না,তোমার বিরহিনীর বুকের ব্যাথা মিশে আছে এতে!
প্রবল ঝড়ো হাওয়া যখন তোমার চুল উড়িয়ে কপাল ছোঁয় একবারও কি মনে হয় না বিরহিনী বুকের তোমায় ছোঁয়ার তীব্র আকুল তোলপাড় ঝড় হয়ে জোর করে ছুঁয়ে যাচ্ছে তোমায়!
ভাবো না হয়তো। ফুশরত কই তোমার!কিন্তু জানো তো আমি না তোমার ভাবনায় পাগল হয়ে যাচ্ছি।জানো আমি আর ওই পথ দিয়ে যাই না।পথের কাছে মুখ দেখাই কি করে?ওরা যে প্রশ্ন করে একা কেনো?কি উত্তর দেব আমি?ওরা যখন বিদ্রুপ হেসে বলে এই পথে আর তোরা হাটবি না। আমার ভীষণ কষ্ট হয়।তাই র ও পথে যাই না ।তবু রাস্তায় যুগল দেখলেই মনে পড়ে যায়।হঠাৎ অনেক লম্বা মানুষ পাশে এসে দাঁড়ালে আতকে উঠি।কেনো জানি না।
অনেক কথাই আর বলা হয় না তোমায়।বলার জন্য ছটফট করে মন।তবু উপায় কি?
দূরত্ব আকাশ পাতাল হওয়ার আগে পারলে ফিরে এসো যদি ভালোবাসো।আর যদি সত্য তোমার মনে আমার জন্য জায়গা ন থাকে তাহলে মুছে দাও আমায়।নতুন করে ভালো থাকো তুমি তোমার যোগ্য ভালোবাসার সাথে।🙂😅
ইতি
তোমার অপ্রিয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *