
উন্মাদিনী
মিতা মন্ডল
ধ্বংসলীলায় মত্ত আমি রুদ্র উন্মাদিনী,
স্বহস্তে ধ্বংসী যত ছিল মোর সঙ্গিনী।
সম্পর্কের বিনিসুতোয় শুধুই আবদ্ধ যন্ত্রণা
একাকিনী বাঁচবো এবার
আমিই হবো সর্বেসর্বা।
মিথ্যা সুখের খোঁজে কেনো থাকবো ঘরে কোণে?
জীবন মানে কেনো হবে গুমড়ে মরা আপন মনে?
ঘর কেনো বিশ্ব হবে?বিশ্ব হোক আমার ঘর!
অচেনা আর কেনো রব?
নিজ নামে মুখরিত হোক এ শহর।
গুপ্ত শিখা প্রকাশিত হোক
রন্ধ্রে রন্ধ্রে জ্বলুক মরণ,
সমালোচকের বুকে বিদ্ধ হোক
মর অপমানের পীড়ন।
আমি নই ও,তুমি, সে,তার
উদ্দীপ্ত মনে বাজে সুর
স্বার্থে নিজের,পরার্থে আমি সবার…।❣️
